টাঙ্গাইল জেলার সর্বস্তরের জনগণের প্রাণিজ আমিষের (দুধ, ডিম ও মাংস) চাহিদা মেটাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ , সম্প্রসারণ ও জাত উন্নয়নের ক্ষেতে টাঙ্গাইল জেলার অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে। সাম্প্রতিক অর্থবছর সমূহে ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ গবাদি পশুর জাত উন্নয়নে যথাক্রমে ১৬৬২৯৯, ১৮০০০৮, ১৩৬৮৪ টি গাভী/বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে। উৎপাদিত সংকর জাতের বাছুরের সংখ্যা ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২০২২ অর্থবছর সমূহে যথাক্রমে ৪৯৬৫৭, ৫৮৫৭০, ৫৬৩৮৯ ও ৭০২৯৬ টি। বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে টাঙ্গাইল জেলায় ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২০২২ অর্থবছর সমূহে যথাক্রমে ৭৭.৩৪,৬৫.৩৬, ৮৪.৩৫ ও ৯০.৭৪ লক্ষ গবাদিপশু ও পাখিকে টিকা প্রদান করা হয়েছে এবং ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২০২২ অর্থবছর সমূহে যথাক্রমে ৪৩.২৫, ৪৩.৬৮, ৪৬.২৭ ও ৪৫.৬৯ লক্ষ গবাদিপশু ও পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। খামারী সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারনে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২০২২ অর্থবছর সমূহে যথাক্রমে ১০০৬১,৮১১৫, ৫৪৪৫ ও ৮৪৬১ জন খামারীকে প্রশিক্ষন প্রদান সহ যথাক্রমে ৫৬২, ৫৭৮, ৫৯৬ ও ৫৯৭ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে। নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২০২২ অর্থবছর সমূহে যথাক্রমে ১৪৬২, ১৬৫৭, ২২৩৬, ১৩৫০ টি খামার/ফিডমিল/ হ্যাচারী পরিদর্শন, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২০২২ অর্থবছর সমূহে যথাক্রমে ৬৫,৪৮২, ৬১৮ ও ৩৪০ জন মাংস প্রক্রিয়াজাতকারী(কসাই) প্রশিক্ষণ এবং ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২০২২ অর্থবছর সমূহে যথাক্রমে ১০, ১২, ১৩ ও ১৭ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস